ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেটে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, মে ৩, ২০২৪
সিলেটে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সিলেটে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে শামীমা বেগম (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকাল ৫টার দিকে সদর উপজেলার বাদাঘাট গ্রামের চিড়াখাই বিলে এ ঘটনা ঘটে।

নিহত শামীমা বাদাঘাট নীলগাঁও গ্রামের আলী আহমদের মেয়ে এবং স্থানীয় নলখল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শামীমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বাবা আলী আহমদ বলেন, শুক্রবার বিকেলে বিলে কয়েকজন শিশু নৌকায় চড়ে খেলতে যায়। একপর্যায়ে শামীমা নৌকা থেকে পানিতে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, শিশুটি নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য নিয়ে গেছেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা,  মে ০৩, ২০২৪
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।