ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ১২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ৫, ২০২৪
ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ১২

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পদ্মার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ১২ জন বালু ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

রোববার (৫ মে) দুপুর ১২টার দিকে পাবনা র‍্যাব-১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা দাদাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) মেশিনসহ বালু বহনকারী ছোট-বড় পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।  

আটকরা হলেন- উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন প্রমাণিকের ছেলে জামিরুল ইসলাম (৪২), কামিরুল প্রমাণিকের ছেলে রুমন হোসেন (১৯), বাবলু মালিথার ছেলে বাধন হোসেন (১৯), ঈশ্বরদী শহরের ভেলুপাড়া মহল্লার নাজমুল হোসেনের ছেলে ইমন ইসলাম (১৯), আলহাজ্ব মোড় মহল্লার লিয়াকত আলীর ছেলে সিয়াম হোসেন (১৯), পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের মৃত নান্নু মালিথার ছেলে ইমরান মালিথা (২৯), চর-রূপপুর জিগাতলা এলাকার খায়রুল মোল্লার ছেলে মোহন মোল্লা (২৯), ঈশ্বরদী শহরের ফতেহমোহাম্মপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে ফয়সাল হোসেন (৩২), সাহাপুর ইউনিয়নের মৃত সামাদ আলীর ছেলে শুভ আহমেদ (২৪), আটঘরিয়া উপজেলার স্কুলপাড়া গ্রামের আক্কব্বর আলীর ছেলে সাগর আলী (১৯), ইব্রাহিম আলীর ছেলে মাসুম আলী (৩০) পাবনা সদর উপজেলার মির্জাপুর গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে রমজান আলী (২০)।

র‍্যাব জানায়, ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন করে ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে একটি স্কেভেটর ও পাঁচটি ট্রাকসহ তাদের আটক করা হয়েছে।

মেজর এহতেশামুল হক খান বাংলানিউজকে জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫ (১) ধারা মোতাবেক জব্দকৃত আলামতসহ ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১২ জন বালু ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২ দলের সদস্যরা। তারা বাদী হয়ে মামলা দিয়েছে। মামলা নথিভুক্ত করে আসামিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ০৫ ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।