ঢাকা: বর্জ্যবাহী গাড়ি হেলপার বা বহিরাগতদের দিয়ে কেউ চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি ইতোমধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে চিঠি পাঠিয়েছে।
রোববার (৫ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানাযায়, ডিএনসিসির কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন ব্যবস্থাপক আব্দুল বাছেদ সরকারের সই করা একটি চিঠি ডিএনসিসির সংশ্লিষ্ট সকল বিভাগে পাঠানো হয়েছে।
চিঠিতে আব্দুল বাছেদ জানান, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কয়েকজন বর্জ্যবাহী গাড়ি চালক তার নামে বরাদ্দকৃত গাড়িটি নিজে না চালিয়ে হেলপার বা বহিরাগত চালক দিয়ে পরিচালনা করছেন। বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। একজন হেলপার, বহিরাগতকে দিয়ে মূল্যবান গাড়ি চালানোর ফলে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়াসহ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, হেলপার-বহিরাগতদের দ্বারা গাড়ি চালানো কোন ক্রমেই কাম্য নয়। হেলপার-বহিরাগত দিয়ে গাড়ি না চালানোর বিষয়ে ইতোপূর্বে বারবার মৌখিক নির্দেশ ও বিভিন্ন সময়ে প্রশাসনিক আদেশ এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা আমলে না নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ অমান্য করায় পরিবহণ বিভাগ তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যা চাকরি বিধি পরিপন্থী, দায়িত্ব পালনে অবহেলা, অদক্ষতা এবং শৃঙ্খলা ভঙ্গের শামিল। এই অবস্থায় বরাদ্দকৃত বর্জ্যবাহী গাড়িসমূহ সংশ্লিষ্ট চালকগণকেই চালানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এবং উক্ত নির্দেশনার কোনরূপ ব্যত্যয় হলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ৫ মে, ২০২৪
এমএমআই/এমএম