ঢাকা: ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ উপলক্ষে রাজধানী ঢাকার ৩০০ ফিট সড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়ক ২০ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শনিবার ৮ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট সড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৮ ফেব্রুয়ারি দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে।
এ সময়ে ৩০০ ফিট সড়কে চলাচলের জন্য সব যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণি অভিমুখে) ব্যবহারের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
এ বছর ম্যারাথনের মূল প্রতিপাদ্য ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ যা একতা, বন্ধুত্ব ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।
প্রায় ১০ হাজার দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন। এ ছাড়া ম্যারাথনে ১০টি দেশ থেকে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
এমএমআই/আরএইচ