ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে সিরাজগঞ্জের অয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মে ৫, ২০২৪
ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে সিরাজগঞ্জের অয়ন

সিরাজগঞ্জ: আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পা রাখতে যাচ্ছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কিশোর সাদমান সাজিদ অয়ন। সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া মাত্র ১৬ বছর বয়সী এই কিশোর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছেন।

 

এর আগে বৃহস্পতিবার (২ মে) ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডের হেড অব কোচিং মাইকেল নিরি সাদমান সাজিদ অয়নসহ তিনজন প্রতিভাবান ফুটবলারকে বেছে নেন। বাকী দুজন হলেন, জয়পুরহাটের পাপন রায় ও গাইবান্ধার রাহাত শেখ।  

সাদমান সাজিদ অয়ন কামারখন্দ উপজেলার কামারখন্দ গ্রামের সাবেক জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল ও জামতৈল ধোপাকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভীনের ছেলে।  

জানা যায়, সম্প্রতি ধানমন্ডি শেখ জামাল ফুটবল ক্লাবের মাঠে সারা বাংলাদেশের বিভিন্ন ক্লাবের সাড়ে ৫০০ জন ক্ষুদে ফুটবলার ট্রায়াল হয়। এদের মধ্য থেকে এই তিনজনকে বাছাই করা হয়। তারা ভারতের ব্যাঙ্গালুরুতে দীর্ঘমেয়াদি অনুশীলন ক্যাম্পে থাকার সুযোগ পেয়েছেন। সঙ্গে থাকবে ভারত, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও নেপাল থেকে নির্বাচিত হওয়া প্রতিভাবান ফুটবলাররা। ক্যাম্প শেষে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে সেরা ফুটবলাররা। সুযোগ থাকবে ব্রুনো ফার্নান্দেজ, কাসেমিরো ও মার্কাস রাশফোর্ডদের সাক্ষাতের। একাডেমির খেলোয়াড়দের সঙ্গে করবে অনুশীলন। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যাচও উপভোগ করতে পারবে তারা।

সাদমান সাজিদ অয়ন বলেন, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি। বল পাসিং, গ্রিপিং ও ভালো সেভ করার জন্য হয়ত তাদের পছন্দ হয়েছে। ছোটবেলা থেকেই গোলকিপার হিসেবে ফুটবল খেলি। স্থানীয় ধোপাকান্দি ইয়ং স্টার ক্লাবে প্র্যাকটিস করেছি। ২০২৩ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ টুর্নামেন্টে জেলা পর্যায়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার লাভ করেছি। পরবর্তীতে বিভাগীয় পর্যায়েও আমাদের দল সেমিফাইনাল পর্যন্ত যায়। ২০২২ সালে টঙ্গী খেলাঘর ক্রীড়াচক্রের হয়ে পাইওনিয়র টুর্নামেন্টে এবং একই বছর ফোরটিক্স ফুটবল ক্লাব ঢাকার হয়েও খেলেছি। ২০২৪ সালের এপ্রিল মাসে শেখ জামাল ক্রীড়া একাডেমিতে ভর্তি হই। এরপরই ম্যানচেষ্টার ইউনাইটেডের হেড-অব কোচ মাইকেল নিরি ধানমন্ডি শেখ জামাল ফুটবল মাঠে ট্রায়ালের মাধ্যমে সাড়ে ৫০০ জন ফুটবলারের মধ্যে থেকে বাছাই করে। চূড়ান্ত বাছাইয়ে আমিসহ তিনজন উত্তীর্ণ হই।  

তিনি আরও বলেন, আমি যেহেতু গোলকিপার সেহেতু আর্জেন্টাইন গোলকিপার এ মার্টিনেজের মতো হতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই।  

অয়নের বাবা কামরুল হাসান আমিনুল বলেন, আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের ছেলে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে সুযোগ পেয়েছে। ব্যাঙ্গালুরু ক্যাম্পে যেন ভালো পারফরমেন্স করে ম্যানচেষ্টার ইউনাইটেডে যাওয়ার সুযোগ পায় এ জন্য সবার দোয়া কামনা করছি।  

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা সুলতানা বলেন, সারাদেশ থেকে তিনজন আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাচ্ছে। তার মধ্যে একজন কামারখন্দের কিশোর সাদমান সাজিদ। এটা গর্বের বিষয়। রোববার স্থানীয় ফুটবল ক্লাব ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।