ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় তেলবাহী লরির চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ৬, ২০২৪
বগুড়ায় তেলবাহী লরির চাপায় পথচারী নিহত

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় রাস্তা পার হতে গিয়ে তেলবাহী লরির চাপায় হিরেন্দ্রনাথ বর্মন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (০৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার নসরতপুর মুরইল বাজার এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হিরেন্দ্রনাথ বর্মন বগুড়া শিবগঞ্জ উপজেলার নসরতপুর ইউনিয়নের পুসিন্দা হিন্দুপাড়া গ্রামের বিরেন্দ্রনাথ বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সন্ন্যাসীতলির উদ্দেশে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হন হিরেন্দ্রনাথ বর্মন। পথে মুরইল বাজার এলাকায় বিকেল ৩টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়ক পারাপার হওয়ার সময় তেলবাহী লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তেলের লরিটি আটকের জন্য চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।