ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ৬, ২০২৪
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

সাতক্ষীরা: স্বাধীন ফিলিস্তিনের দাবি ও গাজায় নির্বিচারে সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।

সোমবার (৬ মে) বেলা ১১টায় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটটিউট ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।

পরে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় স্লোগানে স্লোগানে ফিলিস্তিনি বেসামরিক জনতার ওপর ইসরাইলের সামরিক বর্বরতা ও নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদ জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার তৌকির রহমান, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, মেহেদী হাসান, ইব্রাহিম মির্জা, প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে স্বাধীনতাকামী সংগ্রামী জনতার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে ফিলিস্তিনি পতাকা ও সমর্থনসূচক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ০৬, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।