নোয়াখালী: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার (২৭ মে) সকাল থেকে টানা বৃষ্টি ও বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
উপজেলার তমরুদ্দি ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া নিঝুমদ্বীপ ইউনিয়নে একটি মাদ্রাসা ও ১০টির মতো কাঁচা ঘর ভেঙে পড়ে এবং জোয়ারে সেগুলো ভাসিয়ে নিয়ে যায়। এদিকে বয়ারচরে চেয়ারম্যান ঘাট এলাকার চতলার ঘাটের বাঁধের কিছু অংশ ভেঙে পড়ে। এতে করে বাঁধের পাশের দোকানিরা তাদের দোকানপাট সরিয়ে নিতে দেখা যায়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা জানান, কিছু নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। তবে তা স্থায়ী নয়, রাতের মধ্যে দিকে জোয়ারের পানি নেমে গেলে স্বাভাবিক হয়ে যাবে।
নিম্নাঞ্চলের মানুষজনকে স্থানীয় সাইক্লোন সেল্টারে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এএটি
বাংলাদেশ সময়: ৮:৫৮ পিএম, মে ২৭, ২০২৪ / এএটি