ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

গ্যাস পাইপের ভেতরে আটকাপড়া শ্রমিক ২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ৬, ২০২৪
গ্যাস পাইপের ভেতরে আটকাপড়া শ্রমিক ২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

সিরাজকগঞ্জ: সিরাজগঞ্জ শিল্পপার্কে গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করতে গিয়ে পাইপের মাথায় অর্ধেক শরীর বালুচাপা পড়ে আটকাপড়া শ্রমিককে দুই ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।  

সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

উদ্ধার হওয়া শ্রমিক মো. সোহাগ (২৮) ভোলা জেলার শশিভুষণ থানার রসুলপুর গ্রামের মো. সালেহের এর ছেলে।  

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, শিল্পপার্কে গ্যাস সঞ্চালন পাইপ স্থাপন করতে গিয়ে পাইপের মাথায় শরীরের অর্ধেক বালুচাপায় আটকাপড়ে সোহাগ। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভেকু মেশিন দিয়ে বালি সরিয়ে পাইপের মধ্য থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুনেন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে বগুড়ায় রেফার্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ৬, ২০২৪
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।