ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী শিশুকে মসজিদের সামনে রেখে উধাও স্বজন

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মে ৮, ২০২৪
প্রতিবন্ধী শিশুকে মসজিদের সামনে রেখে উধাও স্বজন

ঢাকা: সাভারের একটি মসজিদের সামনে এক প্রতিবন্ধী কন্যাশিশুকে ফেলে স্বজনরা পালিয়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এঘটনায় ওই শিশুকে উদ্ধার করে সাভারের বউ বাজার মোড়ে রাখা হয়েছে।

 

মঙ্গলবার (৭ মে) বিকেলে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াবাড়ি ভাটপাড়া মসজিদের সামনে পাটি বিছিয়ে তাকে রেখে যায় স্বজনরা।  

শিশুটি শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় জানা যায়নি। এছাড়া কে বা কারা ওই স্থানে তাকে ফেলে গেছে তা নিশ্চিত করা যায়নি। শিশুটির বয়স আনুমানিক ৫/৬ বছর।

স্থানীয় মো. বাবুল মোল্লা বাংলানিউজকে বলেন, আজ বিকেলে ওই মসজিদের সামনে একটি প্রতিবন্ধী কন্যাশিশুকে কে বা কারা পাটি বিছিয়ে রেখে চলে যায়। বোঝা মনে করে তার পরিবারই ওই স্থানে প্রতিবন্ধী শিশুকে রেখে যেতে পারে বলে ধারণা আমাদের। বর্তমানে ওই শিশুকে নয়াবাড়ি বউ বাজার মোড়ে রাখা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তের জন্য সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে সাভার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) উম্মে হানি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।