ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে মন্দিরের স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ৯, ২০২৪
যশোরে মন্দিরের স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল চুরি

যশোর: যশোরের কেশবপুর পৌরশহরের কেন্দ্রীয় কালি মন্দিরে গ্রিল কেটে ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৮ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কেশবপুর কেন্দ্রীয় কালি মন্দিরের সাধারণ সম্পাদক কনক সেন বলেন, রাতে একদল দুর্বৃত্ত মন্দিরের পেছন দিয়ে দোতলায় ওঠে। এরপর জানালার গ্রিল এবং ঠাকুর ঘরের গ্রিল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে মা কালি বিগ্রহের মাথায় থাকা পাঁচ ভরি ওজনের একটি স্বর্ণের মুকুট, দেড় ভরি ওজনের একটি সীতা হার, স্বর্ণের তিনটি কণ্ঠজিপ, ২০ ভরি রূপার গহনা ও ২০টি শাড়িসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, কালি মন্দিরে চুরির সংবাদ পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মে ০৯, ২০২৪
ইউজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।