ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইসিসিবিতে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’র আন্তর্জাতিক প্রদর্শনী চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ১০, ২০২৪
আইসিসিবিতে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’র আন্তর্জাতিক প্রদর্শনী চলছে

ঢাকা: রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবিতে) চলছে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’-এর আয়োজনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী।  

 এতে একযোগে চলছে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটন, খাদ্য ও কৃষি যন্ত্রপাতি সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম ও ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ।

প্রদর্শনীতে দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত সমাগম দেখা গেছে।  

শুক্রবার (১০ মে) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবিতে) সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।  

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে ৯ থেকে ১১ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

এর আগে, ৯ মে প্রদর্শনীসমূহের উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ. এইচ. এম. আহসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান জাকারিয়া, কেন্দ্রীয় ঔষধাগার পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাসান আরিফ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পরিচালক আব্দুন নাসের খান প্রমুখ।

উল্লেখ্য, ৯ থেকে ১১ মে, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীসমূহ উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ১০ মে, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।