ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর নিশ্চয়তা চান ৩৫ প্রত্যাশীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ১১, ২০২৪
প্রধানমন্ত্রীর নিশ্চয়তা চান ৩৫ প্রত্যাশীরা

ঢাবি: চাকরিতে বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশ্চয়তা চান আন্দোলনকারীরা।

শনিবার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে আন্দোলনকারীরা এই দাবি করেন।

এ সময় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।  

তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে চাকরিতে বয়সসীমা বাড়ানোর কথা বলেছে। আমিও প্রধানমন্ত্রীর কাছে এই দাবি তুলে ধরেছিলাম। বলেছিলাম, এর পেছনে ছাত্রলীগের পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি বলেন, প্রশাসনিক ক্ষেত্রে আমরা ভারতকে অনুসরণ করি। তাহলে চাকরিতে বয়সসীমার ক্ষেত্রে কেন নয়? ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে উন্নত রাষ্ট্রগুলোর পদাঙ্ক অনুসরণ করা দরকার।

সমাবেশে আরও বক্তব্য দিয়েছেন বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী পরিষদের সভাপতি শরিফুল ইসলাম শুভ, সংগঠক খাদিজা খাতুন মুক্তা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাদ্দাম হোসেনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১১, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।