ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ভবনের পিলারের জন্য খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, মে ১১, ২০২৪
ভবনের পিলারের জন্য খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে বসতঘরের পাশে থাকা একটি গর্তের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভুঁইয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলো- তাহিয়া আক্তার (৫) ও তার সাড়ে তিন বছর বয়সী ভাই মো. আবদুল্লাহ। তারা উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের চাকরিজীবী হেলাল উদ্দিনের সন্তান। তাদের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের জন্য পাকা ভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়। গর্তগুলোর গভীরতা ছিল প্রায় ৫ ফুট। শনিবার দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। এদিন বিকেলে খেলতে গেলে সবার অগোচরে ওই গর্তে পড়ে জমে থাকা পানিতে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়।  

পরে তাহিয়া ও আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ভাই-বোনকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, মে ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।