ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

‘ঘিওরের ভোটারদের আস্থার নাম মাহাবুবুর রহমান জনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ১২, ২০২৪
‘ঘিওরের ভোটারদের আস্থার নাম মাহাবুবুর রহমান জনি’

মানিকগঞ্জ: ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই ভোটারদের হৃদয়ে আস্থার জায়গা তৈরি করছেন শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমান জনি।

রোববার (১২ মে) বিকেলের দিকে উপজেলার সিংজুরী ইউনিয়নের কামারজাগী এলাকায় উঠান বৈঠক করেছেন এই চেয়ারম্যান প্রার্থী।

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ বিরাজ করছে প্রতিটি পাড়া মহল্লায়। এই আমেজের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন শালিক প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান জনি। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে এই প্রার্থীর নাম। তিনি প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন, ভোটারদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন মাহাবুবুর রহমান জনি।

সিংজুরী ইউনিয়নের মোতালেব হোসেন নামের এক ভোটার বলেন, আগামী ২১ মে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। মাহাবুবুর রহমান জনি আমাদের সন্তান, তাকে এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী করব ইনশাআল্লাহ।  

সিংজুরী ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আমাদের পুরো ইউনিয়নের সকল নারী-পুরুষ একত্রিত হয়েছি, এবারের নির্বাচনে মাহাবুবুর রহমান জনিকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করব। জনি সব সময় সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজে অংশগ্রহণ করেন। এ কারণেই সাধারণ ভোটারদের কাছে জনির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।  

উপজেলার বানিয়াজুরি এলাকার খলিলুর রহমান বলেন, স্মার্ট ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে স্মার্ট জনপ্রতিনিধিই প্রয়োজন। সে কারণে ২১ মে ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে তাকেই (মাহাবুবুর রহমান জনি) ভোট দেবে সাধারণ ভোটাররা। জনি ছাত্রজীবন থেকেই মানুষের প্রতিটি বিপদে আপদে পাশে থেকেছে, সেই কারণে এবারের নির্বাচনে জনির গ্রহণযোগ্যতা দিনদিন বেড়েই চলেছে।

ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনের শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমান জনি বলেন, ভোটারদের ভালোবাসায় দিন দিন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। সারা জীবন এই ভালোবাসা নিয়েই সাধারণ মানুষের মধ্যে থাকতে চাই।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ১২, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।