ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটিতে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ১৪, ২০২৪
নলছিটিতে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকার থ্রি স্টার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযাননের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনে ১৪ ধারায় থ্রি স্টার ইটভাটার ম্যানেজার আব্দুর রহমানকে ৫ লাখ টাকাজরিমানা করা হয়েছে।

এছাড়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় নলছিটি উপজেলার দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থক সাইফুল ইসলাম বাচ্চুকে ১০ হাজার টাকা ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন খান সেলিমের সমর্থক মনিরুজ্জামান বিপ্লবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।