ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ১৮, ২০২৪
কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আফজাল হোসেন ও মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরে। নিহতরা দুজন সম্পর্কে আপন খালাতো ভাই।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে গ্রামের হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান কয়েকজন শ্রমিক। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত হন চারজন। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এফআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।