ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচার হাতে ভাতিজি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ১৮, ২০২৪
জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচার হাতে ভাতিজি খুন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে তিন শতক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পাপিয়া বেগম (৩৮) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার চাচা দুলা মিয়ার (৫০) বিরুদ্ধে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাপিয়া ওই গ্রামের নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী।

অভিযুক্ত দুলাল মিয়া বিরামেরভিটা গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আজ সকালে দুলা মিয়া ও তার ছেলে রাব্বি লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপণ করতে যান। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দুলা মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পাপিয়ার গলায় আঘাত করেন। এতে পাপিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয়।

এ ব্যাপারে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।