ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ১৯, ২০২৪
পলাশবাড়ীতে ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম স্থাগিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ মে) দুপুরের দিকে উপজেলা সদরের দুবলাগাড়ী গ্রামে আনিছুর রহমানের মালিকানাধীন মেসার্স সোহাগ তাসনিম (এসটিবি) ব্রিকসে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।

তিনি বলেন, অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে অংশ হিসেবে রোববার এ অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইটভাটা পরিচালনার স্বপক্ষে কোনো অনুমোদনপত্র দেখতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে ৪ লাখ টাকা জরিমানা আদায়সহ ইটভাটার কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।