ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ২১, ২০২৪
গোবিন্দগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরের দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া সেরাজিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোট চলাকালীন আধিপত্য বিস্তার নিয়ে ভোট কেন্দ্রের বাইরে আব্দুল লতিফ প্রধান (মোটরসাইকেল প্রতীক) ও শাকিল আকন্দ বুলবুল (আনারস প্রতীক) সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ভোট কেন্দ্রে থাকা আনসার, পুলিশ, বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়াহেদুন্নবী বলেন, দুপুরে দুই প্রার্থীর সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়েন। পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা ঘটলেও ভোটগ্রহণ স্বাভাবিক ছিল।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।