ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে কার্টনের বক্সে নবজাতকের মরদেহ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, মে ২১, ২০২৪
সাভারে কার্টনের বক্সে নবজাতকের মরদেহ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার আন্ডারপাসের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল ৫টার দিকে নামাজ পড়তে যাওয়ার সময় আড়তের পরিচ্ছন্নতাকর্মী জালাল একটি কার্টনের বক্স দেখতে পেয়ে ব্যবসায়ীদের খবর দেয়। পরে কার্টনের বক্স খুলে দেখা যায় একটি নবজাতকের মরদেহ। পরে পুলিশে খবর দিলে ওই শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মরদেহটি দাফনের প্রক্রিয়া চলছে। তবে কে বা কারা ওই নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ২১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।