ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে কৃষককে কুপিয়ে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
ময়মনসিংহে কৃষককে কুপিয়ে খুন প্রতীকী ছবি

ময়মনসিংহ: দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে আলতাব আলী (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে খুন করা হয়েছে।  

মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে ময়মনসিংহে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চরকালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাব একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২১ মে) রাতে স্থানীয় রাসেল ও মল্লিকের সঙ্গে পূর্ব শত্রুতায় কথা কাটাকাটি ও হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ। ওই সময় ওই দুপক্ষের ঘটনাটি দেখতে পেয়ে তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান তিনি। এতে রাসেলের পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আলতাফসহ আরও দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে আলতাফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।