ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ২২, ২০২৪
শিবচরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: জেলার শিবচরে আড়িয়াল খাঁ নদে ডুবে মীম আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার(২২ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত মীম সন্যাসীরচর ইউনিয়নের খলিফাকান্দি গ্রামের মিজান খলিফার মেয়ে। সে তার নানির সঙ্গে পাশের বিসাইমৃধাকান্দি গ্রামে খালা বাড়িতে বেড়াতে গিয়েছিল।  

জানা গেছে, বুধবার দুপুরে নানি আমেনা বেগম ও সহপাঠী সুমাইয়ার সঙ্গে গোসল করতে আড়িয়াল খাঁ নদে যায় মীম। গোসল করতে নেমে হঠাৎ করেই তলিয়ে যায় মীম। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ চেষ্টা করেও মীমের কোনো সন্ধান করতে পারেনি। পরে শিবচর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে নদ থেকে মীমের মরদেহ উদ্ধার করে।

নিহত মীম ওই এলাকার বাবুর মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মীমের নানী আমেনা বেগম বলেন, গোসল করতে নেমে হঠাৎ স্রোতের টানে ভেসে যায় আমার নাতনি।

শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার লিয়াকত হোসেন জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মীমের মরদেহ নদ থেকে উদ্ধার করি। নদে বেশ স্রোত রয়েছে। স্রোতের টানেই মীম ডুবে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।