ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি, গরমে জীবন হাঁসফাঁস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ২৩, ২০২৪
সিলেটে তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি, গরমে জীবন হাঁসফাঁস

সিলেট: টানা কয়েকদিনের তাপপ্রবাহে সিলেটে হাঁসফাঁস জনজীবন। গরমে পথচারীসহ শ্রমজীবীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।

 

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৩টায় সিলেটে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা সেখানে মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

এদিকে প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়তে দেখা যায় শিশু ও বয়স্কদের। গরমের কারণে কাজে যেতে না পারায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের ভোগান্তির শেষ নেই।

নগরের বাসিন্দাদের অনেকে বলছেন, তীব্র গরমের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে তারা বের হননি। যারা বাধ্য হয়ে বের হচ্ছেন, তারা গরম থেকে বাঁচতে নানা কৌশল নিচ্ছেন। মানুষ বের না হওয়ায় রাস্তাঘাটও অনেকটা ফাঁকা।

আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টির আভাস রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা সহসা কমছে না।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।