ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সীমান্তে বিএসএফের গুলিতে এবার ভারতীয় নাগরিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মে ২৩, ২০২৪
সীমান্তে বিএসএফের গুলিতে এবার ভারতীয় নাগরিক নিহত ফাইল ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামের কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাকেশ হোসেন (৩০) নামে ভারতীয় এক যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তের প্রধান পিলার ৮৫৭ এর ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত রাকেশ ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পুর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে।  

সীমান্তবাসী জানান, কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলাবের কাছে ভারতে অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী এলাকায় মিরাপ্পা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ভারতীয় নাগরিক রাকেশ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।  পরে বিএসএফ সদস্য ওই যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ এর তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, ভোরে সীমান্তে কয়েক রাউন্ড গুলি হয়েছে। তাদের গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। সীমান্তে গুলির ঘটনায় আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।