ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বেড়ার জালে আটকে ছিল ৭ ফুটের অজগর 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২৫, ২০২৪
পাথরঘাটায় বেড়ার জালে আটকে ছিল ৭ ফুটের অজগর 

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। ‌ 

শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামের টেংরা বাজার সংলগ্ন আ. বারেক মিয়ার বাড়ির সামনে বেড়ার জালে পেঁচানো অবস্থায় সাপটিকে দেখতে পাওয়া যায়।

জাকির মুন্সি নামে স্থানীয় এক ব্যক্তি সাপটি উদ্ধার করেন।  পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সদস্য তিনি।  

জাকির মুন্সি বলেন, বারেকের বাড়ির সামনে একটি বেড়ার জালে পেঁচানো সাপ দেখতে পেয়ে আমাকে খবর দেওয়া হয়। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জালে পেঁচানো অবস্থায় দেখতে পাই অজগরটিকে। পরে বনবিভাগে নিয়ে তাদের কাছে হস্তান্তর করি।  

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অজগরটি জাকির মুন্সি আমাদের কাছে হস্তান্তর করে। আমরা বিষখালী নদীর তীরবর্তী পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বনে অবমুক্ত করেছি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২৪,  ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।