ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরগুনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ২৫, ২০২৪
বরগুনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর প্রতীকী ছবি

বরগুনা: বরগুনায় খালের পানিতে ডুবে আজগর আলী নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে জেলা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজগর ওই এলাকার জামালের ছেলে।

জানা গেছে, দুপুরে সবার অগোচরে বাড়ির আঙিনার পাশে খালের পানিতে পড়ে যায় আজগর। শিশুটিকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। সম্ভাব্য সব জায়গায় না পেয়ে এক পর্যায়ে খালের পানিতে নেমে খোঁজাখুঁজি করলে আজগরের নিথর উদ্ধার করা হয়। পরে বরগুনা জেনারেল সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।