ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খালের পানিতে ডুবে গেল দুই ভাই বোনের প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ২৫, ২০২৪
খালের পানিতে ডুবে গেল দুই ভাই বোনের প্রাণ

রাজশাহী: গোদাগাড়ী উপজেলার সদর পৌরসভার সরমংলা খালের পানিতে ডুবে আসলাম হোসেন (৮) ও মীম খাতুন (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর চাচাতো ভাইবোন।

শনিবার (২৫ মে) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত আসলাম পৌরসভা এলাকার ইসরাফিল হোসেন বিপ্লবের ছেলে। মীমের বাবার নাম আবু বক্কর সিদ্দিক।

জানা গেছে, দুপুরে আসলাম ও মীম সরমংলা খালে গোসল করতে গিয়েছিল। তারপর তারা খালে মাছ ধরতে শুরু করে। কিন্তু লম্বা সময় পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খালে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেলে তারা আসলাম ও মীমের মরদেহ পানিতে ভাসতে দেখে। পরে লাশগুলো তুলে বাড়ি নিয়ে যায় পরিবার।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, তিনি কিছুক্ষণ আগেই এমন ঘটনার খবর পেয়েছেন। আর এরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।