জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): বোন ম্যারো (অস্থিমজ্জা) ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানম।
রোববার (২৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
এদিকে প্রিয় শিক্ষক ও সহকর্মীকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র মহলে।
তার মৃত্যুর কথা নিশ্চিত করে জবির কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘আমাদের প্রিয় সহকর্মী অধ্যাপক শিল্পী খানম আমাদের মাঝে নেই, সেটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। বিভাগে বিভাগের বাইরে সবার কাছে প্রিয় ছিলেন শিল্পী। তার চলে যাওয়ার শোক কিভাবে আমরা কাটিয়ে উঠবো সেটাই ভেবে পাচ্ছি না। ’
তারিকুল ইসলাম নামে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন ‘আমাদের শহরজুড়ে এখন কেবলই অন্ধকার! মারণঘাতি ক্যানসার কেড়ে নিলো আমাদের মাকে। আমরা কিছুই করতে পারলাম না! ওপারে ভালো থাকবেন ম্যাম। ’
আতিক মেসবাহ্ লগ্ন নামে বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘কিছুদিন আগে ম্যাম বিভাগে এসেছিলেন। সুস্থ হয়ে পরিবার, সন্তান নিয়ে বেঁচে থাকার তীব্র বাসনার সরল প্রকাশ করলেন। মাতৃস্নেহে আগলে রেখেছিলেন আমাদের। সেটা আজ শুধুই স্মৃতি।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এএটি