ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ২৭, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র

ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতির ওপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সহায়তার প্রয়োজনে এগিয়ে আসতেও প্রস্তুত রয়েছে দেশটি।

সোমবার (২৭ মে) ইউএসএআইডির ব্যুরো ফর হিউম্যানটারিয়েন অ্যাসিস্ট্যান্স এক বার্তায় জানিয়েছেন, আমরা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় রিমালের অগ্রগতির ওপর নজর রাখছি। কারণ এ ঝড় বাংলাদেশ-ভারত সীমান্তে ২৪ ফুট ঢেউ, দমকা হাওয়া ও প্রায় ৬৩ মাইল গতিবেগে এগিয়ে আসছে। ইউএসএআইডি ওয়াশিংটন ডিসির কর্মীরা, ইউএসএআইডি এশিয়া ও যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড অবস্থার পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে সহায়তার প্রয়োজনে এগিয়ে আসতেও প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ২৭, ২০২৪
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।