ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বিমানবন্দরে প্লেন বিকল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
সৈয়দপুরে বিমানবন্দরে প্লেন  বিকল

নীলফামারী: জেলার সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

প্লেনটির ত্রুটি সারাতে জোর চেষ্টা চালাচ্ছেন বিমানের টেকনিশিয়ানরা।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোস হুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয়। পরে বিমানটি থেমে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান বিমানের যাত্রীরা।

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর জানান, টেকনিশিয়ানদের চেষ্টায় দ্রুত ত্রুটি সারানোর কাজ চলছে।  

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ত্রুটির কারণে রানওয়েতে আছে। ফলে সকাল থেকে কোনো বিমান ওঠানামা করতে পারছে না। এতে করে কয়েকটি ফ্লাইটের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।