ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে শৈলকুপায় কিশোর নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে শৈলকুপায় কিশোর নিহত  প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে সনি হোসেন (১৫) নামে এক কিশোরের বাঁশের লাঠির আঘাতে আসিফ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নে মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আসিফ ওই গ্রামের মহিদুল ইসলামে ছেলে। ঘাতক সনি একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কুমার নদে বড়শি দিয়ে মাছ ধরছিল আসিফ। সেসময় সেখানে গোসল করতে নামে সনি। এ সময় মাছ ধরতে অসুবিধা হওয়ায় সনিকে একটু দূরে গিয়ে গোসল করতে বলে আসিফ। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সনি বাঁশ দিয়ে আসিফকে আঘাত জখম করে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে সনি।

এ ব্যাপারে শৈলকুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধরী জানান, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত পলাতক সনিকে আটকের চেষ্টা চলছে।  

 বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।