ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ২৮, ২০২৪
কালীগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের ছোবলে আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার ঈশ্বরবা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা একই গ্রামের আকবর আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, ঈশ্বরবা গ্রামের মধ্যে দোকান পরিচালনা করেন আনোয়ারা ও আলী দম্পতি। সেখানে পেঁয়াজু, চপ, বেগুনি ও চা বানিয়ে বিক্রি করেন তারা। মঙ্গলবার দুপুরে চুলা জ্বালাতে দোকানের এক পাশে স্তূপ করে রাখা খড়ি আনতে যান আনোয়ারা। এ সময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।