ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

জলোচ্ছ্বাসের তীব্র স্রোতে নদীতে থাকা পন্টুন উঠে এলো রাস্তায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মে ২৮, ২০২৪
জলোচ্ছ্বাসের তীব্র স্রোতে নদীতে থাকা পন্টুন উঠে এলো রাস্তায়

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতব্বর হাট লঞ্চঘাটে থাকা বিআইডব্লিউটিএ’র একটি পন্টুন জলোচ্ছ্বাসের স্রোতে রাস্তায় উঠে গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলার মেঘনা নদী সকাল থেকে বড় বড় ঢেউ আঁচড়ে পড়ছিল উপকূলে।

দুপুরের পর থেকে নদীতে তীব্র জোয়ার ও জলোচ্ছ্বাস শুরু হয়। এসময় তীব্র স্রোতে নদীর তীরে থাকা একটি পন্টুন সড়কে উঠে পড়ে।  

সড়কে উঠে যাওয়া পন্টুনটি নদীর কিনারায় নোঙর করা ছিল। জলোচ্ছ্বাসের ফলে নদীতে চার থেকে পাঁচ ফুট পানির উচ্চতা বৃদ্ধি পায়। পরে সোমবার বিকেল ৩টার দিকে পন্টুনটি পাশের সড়কে উঠে পড়ে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ