ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ১৭ মামলার পলাতক আসামি রাসেল গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ৩০, ২০২৪
চাঁদপুরে ১৭ মামলার পলাতক আসামি রাসেল গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে ৮ মাসের সাজাপ্রাপ্ত ১৭ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাসেলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৯ মে) দিনগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার ধনাগোদা নদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র দে, নাজিম উদ্দিন ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।  

বৃহস্পতিবার (৩০) মে সকালে গ্রেপ্তার রাসেলকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।  

রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে। প্রায় ১০ বছর যাবৎ পলাতক ছিলেন তিনি। আন্তঃজেলার ডাকাত দলের সদস্য তিনি। তার বিরুদ্ধে চাঁদপুর ও কুমিল্লাসহ অন্য জেলায় মাদক, দস্যুতা, ডাকাতি, চুরিসহ ১৭টি মামলা রয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা ১৭ মামলার আসামি রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।