ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে অটোরিকশা উল্টে ইমাম নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ৩০, ২০২৪
আদিতমারীতে অটোরিকশা উল্টে ইমাম নিহত 

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে হাফেজ মজিদুল ইসলাম (৪০) নামে একজন ইমাম নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রীসহ দুজন।

 

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মজিদুল ইসলাম উপজেলার সারপুকুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি ওই এলাকার জামুরটারী চৌরাহা জামে মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী এক অটোরিকশা যোগে সপরিবারে রংপুর যাচ্ছিলেন ইমাম মজিদুল ইসলাম। পথে পলাশী মদনপুর এলাকায় অটোরিকশাটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে মজিদুল তার স্ত্রী শারমিনসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মজিদুলকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।