ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, সিলেটে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ৩০, ২০২৪
তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, সিলেটে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

ঢাকা: সিলেট অঞ্চলের তিন নদীর পানি চারটি স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা সজল কুমার রায় জানিয়েছেন, কুশিয়ারার পানি অমলশীদে বিপৎসীমার ২০২ সেন্টিমিটার ও শেওলায় ৫ সেন্টিমিটার ওপর দিয়ে, সুরমার পানি কানাইঘাটে বিপৎসীমার ১৬৬ সেন্টিমিটার এবং সারিগোয়াইন নদীর পানি সারিঘাটে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানিয়েছে, শুক্রবারের (৩১ মে) মধ্যে সুরমা নদী পানি সিলেট পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট জেলার বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। পরবর্তীতে দুদিনে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে ব্ৰহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী দুদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী দুদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পাউবোর পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে বৃহস্পতিবার পানির সমতল বেড়েছে ৪৮টিতে, কমেছে ৫৭টিতে। পানি সমতল অপরিবর্তিত আছে পাঁচটি স্টেশনে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ৩০, ২০২৪
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।