ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

করাঙ্গী নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মে ৩১, ২০২৪
করাঙ্গী নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় করাঙ্গী নদীর বাঁধ ভেঙে দুটি গ্রাম সন্তোষপুর ও নিজগাঁও প্লাবিত হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে নিজগাঁও এলাকায় করাঙ্গী নদীর পশ্চিমপাড়ের বাঁধে ফাটল দেখা দেয়।

এরপর অল্প সময়ের মধ্যেই বাঁধের প্রায় ২০ ফুট অংশ নদীতে বিলীন হয়ে যায়। রাতে সন্তোষপুর ও নিজগাঁও গ্রাম প্লাবিত হয়। ফলে গ্রামের লোকজন পানিবন্দি অবস্থায় রয়েছেন।  

এ তথ্য নিশ্চিত করে বাহুবলের ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার জামান নাসির জানান, পার্শ্ববর্তী ওলিপুর গ্রামের দিকেও নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় সেটিও ভেঙে যেতে পারে।  

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসানের ব্যবহৃত সরকারি মোবাইলফোন নম্বরে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।