সাভার (ঢাকা): সাভার মডেল থানার পাশ থেকে সুবল রায় (৫২) নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সাভার মডেল থানা সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃত সুবল রায় সাভার পৌরসভার দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সাভার মডেল থানায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করেন। একইসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নেত্র বিজনেস সেন্টার নামের একটি কনফেকশনারি দোকান পরিচালনা চালান।
প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী ফার্মেসি ব্যবসায়ী শরিফ বাংলানিউজকে বলেন, বিকেল ৩টা পর্যন্ত তার দোকানে ক্রেতা সমাগম ছিল। ৩টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে একটি নম্বর প্লেটবিহীন নোয়াহ মডেলর মাইক্রোবাস তার দোকানের সামনে এসে থামে। পরে গাড়ি থেকে একজন নেমে দোকানের ভেতরে যান। সেখান থেকে তাকে ডেকে নিয়ে গাড়িতে বসান। পরে গাড়ি থেকে নামা ওই ব্যক্তি দোকানের শাটার বন্ধ করে দেন। ১০ মিনিট পরে সুবল রায় তার মোবাইল ফোন নম্বর থেকে আমার ফোনে কল দিয়ে স্ত্রীকে দোকান বন্ধ করতে বলেন এবং কল কেটে দেন। এরপর থেকে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগীর স্ত্রী অপু রানী বাংলানিউজকে বলেন, আমি বিকেল ৩টার দিকে আমার স্বামীকে দোকানে রেখে বাসায় যাই। পরে পাশের দোকানদার আমাকে কল দিয়ে বলেন, আমার স্বামীকে মাইক্রোবাসে করে কারা যেন তুলে নিয়ে গেছে। এরপর থেকে আমার স্বামীর মোবাইল ফোন বন্ধ রয়েছে। আমাদের কোনো শত্রু নেই, টাকা-পয়সার লেনদেনও নেই। কারা তুলে নিয়ে গেল কিছু বুঝতে পারছি না।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এইচএ/