ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ভাঙনে বিলীন গণকবরস্থান, ঝুঁকিতে সড়ক-মসজিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ১, ২০২৪
চাঁদপুরে ভাঙনে বিলীন গণকবরস্থান, ঝুঁকিতে সড়ক-মসজিদ

চাঁদপুর: জেলা সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের আখনেরহাট এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও মেঘনার ঢেউয়ের কারণে এলাকার একটি গণকবরস্থান বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক ও আখনের হাট জামে মসজিদের সামনের অংশ ভেঙে পড়েছে।

ফলে মসজিদ ও সড়কটি ঝুঁকির মধ্যে আছে।

শুক্রবার (৩১ মে) বিকেলে ওই এলাকায় গিয়ে মসজিদ, স্থানীয় লোকজনের চলাচলের একমাত্র সড়ক ও গণকবরস্থান ভেঙে পড়ার দৃশ্য দেখা যায়।

মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল্লাহ জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে আমাদের মসজিদের পশ্চিম অংশে মেঘনা নদীর পাড়া এলাকায় বহু অংশ ভেঙে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে যে কোনো সময় মসজিদটি ভেঙে পড়ার আশঙ্কা আছে।

আখনের হাট জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নেছার আখন্দ জানান, ঘূর্ণিঝড়ের কারণে মসজিদের সামনের অংশ ভেঙে পড়েছে। এছাড়া মসজিদের উত্তর পাশ সংলগ্ন আখনের হাটের সঙ্গে সংযুক্ত সড়কটিতে কমপক্ষে এলাকার ৫ হাজার লোকের যাতায়াত। প্রতিদিন শিক্ষার্থীসহ নানা পেশার লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এলাকার এই ঝুঁকিপূর্ণ সড়কটি এই মূহুর্তে বালিভর্তি জিও টেক্সটাইল ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধ না করা গেলে স্থানীয় লোকজনের চলাচল বন্ধ হয়ে পড়বে।

স্থানীয় গ্রাম পুলিশ মো. আলমগীর হোসেন জানান, ঘূর্ণিঝড়ে ভাঙনের পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

এ বিষয়ে জানতে চান্দ্রা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জানান, ঘূর্ণিঝড়ের পরে চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকজনের ঘর ভেঙেছে এমন তথ্য জানিয়েছেন। তবে আখনের হাট এলাকার সড়ক এবং মসজিদ এলাকার ভাঙনের কথা বলেননি। তবে এখন যেহেতু জানতে পেরেছি, ভাঙন প্রতিরোধ ও মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।