ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিবালয়ে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ৩, ২০২৪
শিবালয়ে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ: জোর শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।  

সোমবার (৩ জুন) সকালের দিকে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার শিবালয় ইউনিয়নের অটোরিকশার চালক মো. আমিনুর ও ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।

বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে কাভার্ডভ্যানটি দৌলতদিয়া ঘাটে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ৩ জুন ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।