ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

শফি আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুন ৩, ২০২৪
শফি আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: আওয়ামী লীগের সাবেক উপ-সম্পাদক এবং ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে শোক জানান তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মরহুম শফি আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদের। সোমবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জুন ৩, ২০২৪
এমইউএম/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।