ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রেনের ধাক্কায় আহত পথশিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, জুন ৩, ২০২৪
ট্রেনের ধাক্কায় আহত পথশিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীতে ট্রেনের ধাক্কায় আহত ১২ বছরের এক পথশিশু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তার নাম ঠিকানা জানার চেষ্টা করছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

সোমবার (৩ মে) রাতে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সকাল ১০টার দিকে তেজগাঁও ও বিমানবন্দরের মধ্যবর্তী রেললাইন এলাকায় নাম না জানা ওই শিশু একটি ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

পথশিশুটি রেললাইন এলাকায় ঘোরাঘুরি করত। এমনও হতে পারে কোনো চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল সে। মঙ্গলবার (৪ জুন) তার ময়নাতদন্ত হবে। এর মধ্যে তার পরিচয় না পাওয়া গেলে নিয়ম অনুযায়ী আঞ্জুমান মফিদুল ইসলামে তার মরদেহ দাফনের জন্য দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জুন ৩, ২০২৪
এজেডএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।