ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপককে অবশেষে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুন ৬, ২০২৪
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপককে অবশেষে বদলি সুপ্লব কুমার ঘোষ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষকে অবশেষে বদলি করা হয়েছে। আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (এটিএম) এ কে এম বাহাউদ্দিন জাকারিয়াকে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক পদে ন্যস্ত করা হয়েছে।

 

গত সোমবার বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক বদলির আদেশের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্লব কুমার ঘোষকে বর্তমানে ব্যবস্থাপক পদ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগদানের কথা রয়েছে।  

বদলির আদেশ অনুযায়ী নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সুপ্লব কুমার ঘোষ।

সূত্র জানায়, সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক থাকা অবস্থায় সুপ্লব কুমার ঘোষ নানা বিতর্কিত ঘটনার জন্ম দেন। বিমানবন্দরে ঘটে নানান ঘটনা। সাংবাদিকদের বিমানবন্দরে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে তার অসৌজন্যমূলক আচরণের  কথাটি বিভিন্ন সময় মন্ত্রীর কানে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা,জুন ৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।