ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাদকসেবন করতে নিষেধ করায় এক ব্যক্তিকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুন ৬, ২০২৪
মাদকসেবন করতে নিষেধ করায় এক ব্যক্তিকে হত্যা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে মাদকসেবন করতে নিষেধ করায় জিন্নত মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে বাবুল মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।



নিহত জিন্নত মিয়া উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত বাবুল মিয়া বাঘুলি এলাকার জিন্নত আলীর প্রতিবেশী আজাহার মিয়ার ছেলে। বাবা-মায়ের শাসনেও বাবুল মাদকসেবন ছাড়ছেন না। এজন্য পাশের বাড়ির মুরুব্বি জিন্নত আলী তাকে বোঝান, যেন তিনি মাদকাসক্ত হয়ে বাবা-মায়ের সম্মান নষ্ট না করেন। এভাবে বার বার বুঝিয়েও কাজ হচ্ছিল না। পরে সামাজিকভাবে সবাই মিলে বাবুলকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৪ জুন) রাত ৯টার দিকে ধারালো ছুরি নিয়ে জিন্নতকে আঘাত করে বাবুল পালিয়ে যান। স্থানীয়রা আহত জিন্নতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে জিন্নতকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে জিন্নত মারা যান।

সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান চান মিয়া বলেন, মাদকাসক্ত বাবুল মিয়া কোনো কাজকর্ম করে না, সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। তার বাবা আজাহার অনেক সময় সমাজের মুরুব্বিদের দিয়ে নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছেন। সর্বশেষ গত কয়েক দিন আগে জিন্নত শাসন করলে বাবুল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে আজ সকালে শুনলাম চিকিৎসাধীন অবস্থায় জিন্নত মারা গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ মুহাম্মদ আবু হানিফ বলেন, আমরা শুনেছি, জিন্নত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযুক্ত যুবককে ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুন ৬, ২০২৪

এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।