ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ছাগলে খেয়েছে কলাগাছ, এর জেরে চাচা শ্বশুরের হাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:৪৮ এএম, জুন ৭, ২০২৪
ছাগলে খেয়েছে কলাগাছ, এর জেরে চাচা শ্বশুরের হাতে যুবক খুন

পাবনা: পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে চাচা শ্বশুরের হাতে খুন হয়েছেন হাবিব সরদার (৩০) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৬ জুন) চর তারাপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব সরদার (৩০) একই গ্রামের মকশেদ সরদারের ছেলে। তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদার তার চাচা শ্বশুর।

পুলিশ জানায়, সম্প্রতি হাবিবের শাশুড়ির ছাগল সিরাজের কলাগাছ খেয়ে ফেলে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় হাবিবের স্ত্রীকে তার চাচা সিরাজ আঘাত করলে হাবিব প্রতিবাদ করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সিরাজ। গুরুতর অবস্থায় স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এসআই
 

বাংলাদেশ সময়: ৯:৪৮ এএম, জুন ৭, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।