ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ৭, ২০২৪
গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নাটোর: নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে আবেরা বগেম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

 

আবেরা বেগম গুরুদাসপুর পৌরশহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ হোসেনের স্ত্রী।

গুরুদাসপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলুর রহমান ফজল এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে আকাশে মেঘ দেখে আবেরা বেগম বাড়ির পাশে ডোবা থেকে হাঁস ফিরিয়ে আনতে যান। পরে বৃষ্টি শুরু হলে তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাত ঘটলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক চৈতি মুন্সি জানান, দুপুরে ওই গৃহবধূকে তার স্বজনরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে বজ্রপাতের কোনো লক্ষণ পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বজ্রপাতের শব্দে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।