ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের তোষামোদি করছে: যাত্রী কল্যাণ সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ১০, ২০২৪
সরকার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের তোষামোদি করছে: যাত্রী কল্যাণ সমিতি

ঢাকা: সরকার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের তোষামোদি করছে বলে প্রতি ঈদে ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বাড়ছে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেছেন।

সোমবার (১০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আয়োজনে ‘ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বৃদ্ধিতে নাগরিক সমাজের উদ্বেগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।  

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার প্রতি বছর ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও অতিরিক্ত ভাড়া আদায়ের মুনাফার অংশীদারদের সঙ্গে নিয়ে ঈদের প্রস্তুতি সভা করে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়ন্ত্রক সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে দায়িত্ব দিলেও তারা সবাই মিলেমিশে ভাড়া নৈরাজ্য চালায়।

আলোচনা সভার ধারণাপত্রে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে, ফিটনেটবিহীন যানবাহন চলাচল বন্ধে গঠিত মনিটরিং কমিটিতে নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি শুধুমাত্র পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা দায়িত্বে থাকেন। বাস্তবতা হলো ৯০ শতাংশের বেশি যাত্রীকে প্রতি ঈদে বাড়ি যেতে দ্বিগুণ-তিনগুণ বেশি ভাড়া দিতে হয়। এমনকি বিআরটিএ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না করে বরং স্বল্প দূরত্বেও রুট পারমিটের শেষ গন্তব্যের ভাড়া দেওয়ার নির্দেশনা দিয়ে থাকে। যারা সড়কে চাঁদাবাজিতে জড়িত, ঈদযাত্রায় তাদের ওপর সড়কে চাঁদাবাজি বন্ধের দায়িত্ব দেওয়া হয়। ফলে চাঁদাবাজরাই চাঁদাবাজি বন্ধের সিদ্ধান্ত আটকে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, আজ যোগাযোগমন্ত্রী নাগরিক সমাজের কথাই শুনতে চাচ্ছেন না। সিপিডি কী বলছে, টিআইবি কী বলছে, এসব তিনি শুনবেন না। নাগরিক সমাজে বা সুশীল সমাজের কথা না শুনলে তো কোথাও শৃঙ্খলা আনা সম্ভব নয়। গাড়ির ফিটনেস থাকলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্ঘটনা হলো সব প্রস্তুতি থাকার পরও যদি কোনো সমস্যা হয়। কিন্তু সব জায়গায় সমস্যা থাকলে দুর্ঘটনা বলা যায় না। এটি কাঠামোগত হত্যাকাণ্ড। সড়কে হত্যার সব আয়োজন যেন করা আছে।  

সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সাঈদ খান, যাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহিদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম. মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মহসিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৩৫, জুন ১০, ২০২৪
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।