ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢামেকের পাশের রাস্তায় মিলল ভবঘুরে তরুণের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুন ১১, ২০২৪
ঢামেকের পাশের রাস্তায় মিলল ভবঘুরে তরুণের মরদেহ ফাইল ছবি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নীল কমল জানান, সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালের বর্হিবিভাগ সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ওই ব্যক্তি ভবঘুরে মাদকাসক্ত প্রকৃতির। অসুস্থ অবস্থায় ফুটপাতে মারা গেছেন। তার পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।