ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

র‌্যাংক ব্যাজ পরানো হলো নতুন বিমান বাহিনী প্রধানকে 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ১১, ২০২৪
র‌্যাংক ব্যাজ পরানো হলো নতুন বিমান বাহিনী প্রধানকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান হাসান মাহমুদ খানকে এয়ার মার্শালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

গত ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি ১১ জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন।

হাসান মাহমুদ বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।